ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্ষেত নষ্ট করায় বাধা, কৃষকের হাত ভেঙে দিলেন ছাগলের মালিক
বাগেরহাট প্রতিনিধি
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত কৃষক।

বাগেরহাটের কচুয়ায় ধান ক্ষেত নষ্ট করায় বাধা দেওয়ায় লুৎফার রহমান আমানী (৩৮) নামে এক কৃষককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন ছাগলের মালিক ও তার স্বজনরা।

বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার বগা গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কৃষক লুৎফার রহমানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা।

আহত কৃষক লুৎফার রহমান আমানী বলেন, একই এলাকায় আবুল শেখের বাড়ির পাশে আমার ধানের জমি রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবুল তার পালিত ছাগল ও হাস দিয়ে আমার ধান নষ্ট করে। বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি একই কাজ করে যাচ্ছেন। ধান রক্ষায় বৃহস্পতিবার দুপুরে জমিতে গড়া (জাল) দিতে যাই। হঠাৎ করে আবুল শেখ, আবুলের স্ত্রী চম্পা বেগম, আবুলের ভাই ইউনুস শেখ ও আবুলের শ্যালক মাসুদ শেখ আমার ওপর হামলা করে। সবাই মিলে লাঠি দিয়ে বেধরক মারধর করে। আমার বাঁ হাত পিটিয়ে ভেঙে দেয়। আমি অজ্ঞান হয়ে পড়লে তারা আমাকে ফেলে রেখে চলে যায়। আমি এই অন্যায় হামলার বিচার চাই।

এ বিষয়ে আবুলকে ফোন করা হলে তিনি গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর