ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে সরস্বতী পূজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নানা আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে পূজা মণ্ডপগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। তারা দেবী সরস্বতীর আরাধনা করেন। 

প্রতি বছরের মতো এবারও বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সবচেয়ে বড় আয়োজন হয় নগরীর রামকৃষ্ণ মিশনে। পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্তরা বিদ্যার দেবী সরস্বতীর কাছে জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য প্রার্থনা করেন। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। 

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মন্দির প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির কমিটির আহবায়ক সুজন চন্দ্র পাল, সদস্য ড. সুব্রত কুমার দাস, ড. ধীমান কুমার রায় ও হেনা রানী বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর