ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ফিল্মি স্টাইলে চাঁদাবাজির চেষ্টা, গ্রেফতার ৩
নোয়াখালী প্রতিনিধি
গ্রেফতার তিন ব্যক্তি।

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলির ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। 

শনিবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বেগমগঞ্জ উপজেলার গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জুবায়ের হোসেন (২৮), দোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে ফরহাদ ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাসেল।

পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামি গত ১ ফেব্রুয়ারি মো. রহমত উল্যাহ নামে এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ওই ব্যক্তিকে গুলি করে জখম করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামি জোবায়েরের স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর