ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউপি নির্বাচন
তাহিরপুরে নৌকার ভরাডুবি
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হেরেছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। এ উপজেলায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়। কোথায়ও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যমতে, উপজেলার বালিজুরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আজাদ হোসেন, উত্তর বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ইউনুছ আলী, তাহিরপুর সদর ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঘোড়া প্রতীকের প্রার্থী জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঢোল প্রতীকের প্রার্থী আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি চশমা প্রতীকের প্রার্থী আলী হায়দার বিজয়ী হয়েছেন।

এদিকে, বাদাঘাট ইউনিয়নে দুই বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন ও আফতাব উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর