ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাট প্রতিনিধি
হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মুকুল মিয়া (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার বিকেলে আটক ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন থানা পুলিশ। এর আগে, সোমবার ভোর ৪টার দিকে ওই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুকুল মিয়া ভারতের কুচবিহারের শীতলকুচির গুলনাহাটি এলাকার মোক্তার মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় এক নাগরিক। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে সিঙ্গিমারী বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে থানায় মামলা দেন বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি বাংলাদেশি সিম কার্ড জব্দ করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর