ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৮ দফা দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরণের দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন মেহেরপুর জেলা শাখা আহ্বায়ক আশরাফুজ্জামানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলিফ হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সহকারী শিক্ষক শ্বাশত নিপ্পন প্রমুখ।

এ সময় বক্তারা ঐতিহাসিক মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা, আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি শিক্ষকদের অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর