ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি
ঠাকুরগাঁও প্রতিনিধি

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড় বইছে। আজ সোমবার বিকাল চারটার পর থেকে জেলার বিভিন্নস্থানে শিলাবৃষ্টি শুরু হয়। বিকাল থেকে শুরু হওয়া এতে বৃষ্টি ও দমকা হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

শিলাবৃষ্টির কারণে আমের মুকুল, গম ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। চলমান শিলাবৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।

জেলা সদরের রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলাবৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষকেরা।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর