ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গুরুদাসপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসকের যোগদান
নাটোর প্রতিনিধি
গুরুদাসপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসকের যোগদান।

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৯ জন চিকিৎসক যোগদান করেছেন। বেশ কয়েক বছর ধরে চিকিৎসক সংকটে উপজেলার লোকজন দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন চিকিৎসক যোগদান করায় এলাকাবাসী ভালো স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো চিকিৎসক একসাথে যোগদান করায় জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এতে করে গরিব-অসহায় রোগীদের স্বাস্থ্যসেবার মানবৃদ্ধি ও সুচিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে এলাকাবাসী আশা করছেন।

জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ছিল। উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় দুই লক্ষাধিক জনসংখ্যা রয়েছে। অল্প সংখ্যক ডাক্তার দিয়ে চলছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। কম সংখ্যক ডাক্তার থাকায় কর্তব্যরত ডাক্তাররা রোগী দেখতে হিমশিম খেয়েছেন প্রতিনিয়ত।

বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসাধারণের কথা চিন্তাকরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক নিয়োগ দিয়ে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতার অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৯ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। ডাক্তার যোগদান করায় গুরুদাসপুর উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর