ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের ৭ মার্চ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্য ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পতাকা উত্তোলন।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম, এম.এসসি এর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের হিসাবরক্ষক মো. আরিফুর রহমান মনিরসহ যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা। এদিন থেকেই দেশের মুক্তিকামী মানুষেরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি শুরু করে।



এই পাতার আরো খবর