ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনে বিরোধ, কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
মাগুরা প্রতিনিধি
কলেজছাত্র রাজু হোসেন

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে স্থানীয় একটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনের বিরোধ নিয়ে রাজু হোসেন (২৩) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত রাজু ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক সম্মান শ্রেণীর ছাত্র। পাশাপাশি একটি বেসরকারি গ্রুপ অব কোম্পানির বিপণন কর্মী। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ তখলপুর হাতেম আলী মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির গঠন নিয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মকবুল হোসেনের সাথে একই ওয়ার্ডের সাবেক মেম্বর কাজী আব্দুর রউফের বিরোধ হয়। এ সময় প্রতিপক্ষ সমর্থকদের হামলায় কাজী আব্দুর রউফ জখম হয়। 

এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে গতকাল সোমবার সন্ধ্যায় কাজী আব্দুর রউফের সমর্থকরা মকবুল হোসেনের সমর্থক রাজু হোসেনকে কুপিয়ে জখম করে। তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সহিংসতায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর