ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটে প্রজনন স্বাস্থ্য বিষয়ে কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সরকারি সেবা নিশ্চিত করতে জড়িত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সহযোগিতায় একর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ব্রাকের খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. আবু সাইদ, এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, জেলা সমন্বয়কারী এস এম ইদ্রিস আলম, জেলা ম্যানেজার (সেলফ) পলাশ হালদার, জেলা ইয়ুথ মবিলাইজার ছাড়াও বাগেরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষক, স্বাস্থ্য ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব ও যুব মহিলাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধিকতর সচেতন হতে হবে। এ বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া ছাড়াও প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে কিশোর-কিশোরী কর্নার করে তাদের প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। স্কুলে গিয়ে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি ও স্কুলে পাঠ্যদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর