ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে স্বাস্থ্য বিভাগের সেমিনার
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শিশু স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ শনিবার দিনব্যাপী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত। 

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক অংশ নেন। 

সেমিনারে বক্তারা বলেন, শিশু স্বাস্থ্যের উন্নয়নে ও সু-স্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে হলে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের পরিবার ও শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে। পরিবারের পাশাপাশি স্বাস্থ্যগত নানা দিক শিশুরা বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে শুনে শিখতে পারে।

এছাড়াও বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ শিশুদের স্বাস্থ্য রক্ষায় নানা বিষয়ে যেন শিখাতে পারেন সেই দিক-নির্দেশনা দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর