ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হালুয়াঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার সীমান্তঘেষা বানাইচিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারত সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় তাদের আটক করে বিএসএফ।  

পরে ওইদিন বিকালে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয় বলে স্থানীয় তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রকাশ পায়। তবে ফেরত আনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তেলিখালী সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কে এম বেলাল হোসেন বাদী হয়ে হালুয়াঘাট থানায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ ৩/১১ (ক) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধে একটি এজাহার দায়ের পূর্বক তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করে। তথ্যটি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল খায়ের। 

আটককৃত ব্যক্তিরা হলেন- হালুয়াঘাট উপজেলার আসকিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান (২০) ও একই গ্রামের আ. লতিফের ছেলে আমিরুল (২০)। অপর একজন পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসী গ্রামের হযরত আলীর ছেলে রুবেল (২৫)। 

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে তেলিখালী সীমান্ত এলাকার ১১২০নং মেইন পিলার সীমনা অতিক্রম করে আটক তিনজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। অনুপ্রবেশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাৎক্ষণিক তাদের আটক করে। 

এলাকাবাসী জানায়, বিএসএফ’র হাতে আটক তিনজন এলাকার চিহ্নিত চোরাকারবারি। রাত গভীর হলেই সীমান্তে প্রবেশ করে চোরাই পথে বিভিন্ন ধরনের মাদক ও কসমেটিকস পণ্য নিয়ে আসে। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, গতকাল রাতে বিজিবি তিন জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনে অত্র থানায় মামলা দায়ের করেছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর