ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বর্ষার আগেই যমুনায় ভাঙ্গন; আতঙ্কে নদীতীরের বাসিন্দারা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বর্ষা মৌসুম আসার আগেই যমুনা নদীর ছোনগাছা ইউনিয়নের ভালিঘুগরী পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। অসময়ের ভাঙ্গনের কারনে নদী তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যমুনা নদীর পূর্ব অংশে চর ওঠায় নদীর পানি পশ্চিম তীরে আঘাত হানায় এ ভাঙ্গন শুরু হয়েছে। গত কয়েকদিনে ভাঙ্গনে নদী তীর রক্ষা প্রকল্পের প্রায় একশত মিটার এলাকা ধ্বসে গেছে। বর্ষার আগে ভাঙ্গনরোধে ব্যবস্থা না হলে ফসলী জমিসহ বসতভিটা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

ভাঙ্গনকবলিত কোরবান আলী জানান, শুষ্ক মৌসুমেই যেভাবে নদীতে ভাঙ্গন শুরু হয়েছে বর্ষা আসলে তো রক্ষা হবে না। বসতভিটা ও ফসলী জমি বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়ব।

একই এলাকার সুফিয়া খাতুন জানান, আমাদের এলাকায় ১৫-২০ দিন হলো ভাঙন শুরু হয়েছে। রাতে শান্তিমতো ঘুমাতে পারি না ভয়ে। কখন সব কিছু নদীতে বিলীন হয়ে যাবে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে ব্যাপক হুমকির মুখে পড়বে তারা জানান। 

ভাঙ্গন কবলিতরা বলেন, আমরা কোন রিলিফ চাই না, আমরা শুধু ভাঙ্গন রক্ষায় ব্যবস্থাগ্রহণের দাবি জানাই। নদী না ভাঙ্গলে ফসল আবাদ করেই আমরা দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারবো।

বরাবরের মতোই আশ্বাস দিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, ধ্বসে যাওয়া অংশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এপ্রিল-মে মাসের মধ্যেই ধ্বসে যাওয়া অংশজুড়ে বালি ভর্তি জিওব্যাগ ফেলে বাঁধটি মেরামত করা হবে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর