ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুনাক সভাপতির সহযোগিতায় চাকরি পেলেন প্রতিবন্ধী শাহিদা
নিজস্ব প্রতিবেদক, যশোর
পুনাক সভাপতির সহযোগিতায় চাকরি পেলেন প্রতিবন্ধী শাহিদা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সভাপতি জিসান মির্জার সহযোগিতায় চাকরি পেলেন যশোরের ঝিকরগাছার প্রতিবন্ধী শাহিদা খাতুন। এখন থেকে তিনি আকিজ গ্রুপের এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামে শাহিদার বাড়িতে গিয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন পুনাক সভাপতি।

দুই পা ও ডান হাতবিহীন শাহিদা খাতুন অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাশ করলেও চাকরি না পেয়ে বেকার জীবনযাপন করছিলেন। এখন চাকরি পাওয়ায় শাহিদার সাথে খুশি তার বাবা-মাও।

শাহিদা বলেন, ‘২০১৫ সালে মাস্টার্স পাশ করলেও প্রতিবন্ধী হওয়ার কারণে কোথাও চাকরি হচ্ছিল না। ক্রমেই হতাশ হয়ে পড়ছিলাম। পুনাক সভাপতির কল্যাণে চাকরি পেয়ে আমি অত্যন্ত খুশি। এখন আমার পিতা-মাতাকে সহযোগিতা করতে পারবো।’

শাহিদার বাবা রফি উদ্দীন বলেন, ‘পুনাক সভাপতি আমার মেয়ের চাকরির জন্য যে ভূমিকা রেখেছেন, তা কখনো ভুলবো না। তবে আমার মেয়ের ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা পাবো বলে প্রত্যাশা করছি।’

পুনাক সভাপতি জিসান মির্জা বলেন, ‘হার না মানা শাহিদার খবর মিডিয়ার মাধ্যমে জেনে তার ব্যাপারে খোঁজখবর নেই। তার ইচ্ছাশক্তি ও অন্যদের শিক্ষার আলোয় আলোকিত করার যে প্রচেষ্টা, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি। শাহিদার জন্য কিছু করতে পারায় আমরা খুশি।’

পুনাক সভানেত্রী শিমুলিয়ায় শাহিদা আক্তার পরিচালিত শিমুলিয়া বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সাথে বেশ কিছুটা সময় কাটান এবং তাদের নতুন পোশাক ও খাবার উপহার দেন। এসময় তার সাথে পুনাকের খুলনা বিভাগীয় সভাপতি ডা. ফাতিমা জেসমিন ও আকিজ গ্রুপের হেড অব অ্যাডমিন আলী সাহাব উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর