ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশজুড়ে বগুড়ার সজনে ডাটার সরবরাহ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহারের গ্রীষ্মকালীন সবজি সজনের ডাটা স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশে সরবরাহ হচ্ছে। এতে সজনে চাষী এবং ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।

চলতি মৌসুমে সজনে ডাটার বাম্পার ফলন হয়েছে। অনেক চাষী সজনে গাছের ফুল বিক্রি করেছেন। যেসব ব্যবসায়ীরা ফুলগুলো কিনেছেন তারা এখন গাছ থেকে পরিপূর্ণ আকারের সজনে ডাটা বিভিন্ন জেলায় সরবরাহ করছেন।

উপজেলার সান্তাহার পৌর এলাকার পাইকারী সজনে ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, সান্তাহারসহ আশপাশের এলাকাঘুরে সজনে চাষীদের কাছ থেকে কেজি প্রতি ৬৫ টাকা দরে সজনে কিনছেন তিনি। এসব সজনে কুষ্টিয়া, নাটোর, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, সজনে গাছ তৈরি করতে চারা রোপণ করতে হয় না।  পতিত জমি, পুকুরপাড়, রাস্তা, বাড়ির আঙিনায় বা যেকোনো ফাঁকা জায়গায় গাছের ডাল পুঁতে রাখলেই অবহেলা অযত্নের মধ্যেই প্রাকৃতিকভাবে ধীরে ধীরে এর ডাল-পালা বেড়ে গাছ বড় হতে থাকে। এক বছরের মধ্যেই এসব গাছে সজনে ডাটা ধরতে শুরু করে। বড় মাঝারি এক একটি গাছে ৫-১০ মণ পর্যন্ত সজনে পাওয়া যায়। বিনা পরিশ্রমে, বিনা খরচে অধিক লাভের আশায় অনেকেই সজনে চাষে আগ্রহী হয়ে উঠছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর