ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পঞ্চগড়ে বারুনী মহাস্নান উৎসব শুরু
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী বারুনী স্নান উৎসব শুরু হয়েছে।

গত ২ বছর মহামারি করোনার কারণে এই উৎসব অনুষ্ঠিত হয়নি। এ বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেছে।

সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরীতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। জেলাসহ উত্তরাঞ্চলের লাখো সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেয়।

আগামী সাত দিন এই পূণ্যস্নান উপলক্ষে এখানে মেলা বসবে।

স্থানীয় মন্দির কমিটি এই মেলার আয়োজন করে। বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার সার্বিক তত্ত্বাবধানসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর