ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুনর্বাসনের দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গণঅনশন
কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর শেখ রাসেল সেতুর নিচে পুনর্বাসনের দাবিতে গণঅনশন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার সকাল দশটায় এ গণঅনশন শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত। এ সময় মহিপুর বন্দরে উচ্ছেদকৃত দুই শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। 

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে গেছে, গত ২২ মার্চ মহিপুর প্রধান সড়কের দুই পাশে প্রায় শতাধিক দোকান ঘর ভেঙ্গে দেয় সওজ কর্তৃপক্ষ। এতে অনেক ব্যবসায়ী তাদের উপার্জন করার একমাত্র পথ হারিয়েছেন। বর্তমানে তারা বেকার হয়ে পড়ায় জীবিকা নির্বাহ অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এসব ব্যবসায়ীদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের অভিযোগ সওজ কর্তৃপক্ষ নোটিশ ছাড়াই তাদের দোকান ঘর ভাঙ্গায় মালামালও সরাতে পারেনি।

মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, এসব ব্যবসায়ী তাদের উপার্জনের একমাত্র পথ হারিয়ে ফেলেছেন। তাই তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছে। তবে তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের দাবি জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর