ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অষ্টগ্রামে রাশিদা হামিদ ছাত্রীনিবাস চালু
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারি ডিগ্রি কলেজে রাশিদা হামিদ ছাত্রীনিবাস উদ্বোধন করা হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারি ডিগ্রি কলেজে রাশিদা হামিদ ছাত্রীনিবাস উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের স্ত্রী রাশিদা হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে রাশিদা হামিদ বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড এবং উন্নয়নের প্রধান হাতিয়ার। সরকার শিক্ষার প্রসার বিশেষত মেয়েদের শিক্ষার উন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আমরা জানি, শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার এ লক্ষ্যে শিক্ষার সকল স্তরে গুণগত মানোন্নয়নে জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি প্রদান, বেতন মওকুফ, বই কেনার জন্য এককালীন আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাছাড়া মেধাবী ছাত্রীদের সাধারণ মেধাবৃত্তি ও কারিগরি শিক্ষা বৃত্তির পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মেয়েদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা সংরক্ষিত রাখা হচ্ছে। এ সমস্ত কার্যক্রমের ফলে দেশে নারী শিক্ষার হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও সফলতার স্বীকৃতিস্বরূপ গ্লোবাল সামিট অব উইমেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৮ সালে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-এ ভূষিত করে। এ ছাড়া নারী শিক্ষা প্রসারে অবদানের জন্য জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ পিস ট্রি পুরস্কার প্রদান করে। আমি মনে করি আমাদের মেয়েরা সরকারের এ সকল কার্যক্রমের সুবিধা গ্রহণ করে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে।’

কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, তার স্ত্রী অ্যাডভোকেট শামসুন্নাহার নেলী, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর হায়দরী বাচ্চু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডা.বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান প্রমুখ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর