ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমতলীতে তেল জাতীয় ফসলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধি
আমতলীতে তেল জাতীয় ফসলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে আমতলী উপজেলায় ২৫৬ হেক্টর জমিতে সূর্যমুখী হাইসান ৩৩ জাতের আবাদ করা হয়েছে। মানিকঝুড়ি গ্রামে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১১ একর জমিতে ১৭ জন কৃষক সূর্যমুখীর আবাদ করে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দীন।

আলোচনা করেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবু সৈয়দ মোহম্মদ জুবায়ের আলম, উপ-প্রকল্প পরিচালক আর্শেদ আলী চৌধুরী, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম, মনিটরিং অফিসার ঢাকা অঞ্চল শফিকুল আকন্দ, মনিটরিং অফিসার বরিশাল অঞ্চল রবীন্দ্র নাথ বিশ্বাস, সাংবাদিক হাসানুর রহমান, জাকির হোসেন ও কৃষক জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর