ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের মাঝে 'সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এম মোশাররফ হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছর শতকরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ১০টি সিডার, ৬টি রিপার, ৩টি পাওয়ার থ্রেসার, ৪টি মেইজ শেলার, ৫টি বেড প্লান্টার, ৩টি পাওয়ার স্প্রেয়ার এবং ৩ টি পাওয়ার উইডার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে যন্ত্র বিতরণ করছে। 

তিনি আরও বলেন, এতে করে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর