ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ধনাঢ্য ব্যক্তিদের সম্পদে গরীবের হক রয়েছে : খুলনা সিটি মেয়র
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, ধনাঢ্য ব্যক্তিদের সম্পদে গরীব মানুষেরও হক রয়েছে। সম্পদশালী মানুষ সঠিক ভাবে জাকাত প্রদান করলে দরিদ্র মানুষ ভালোভাবে জীবন যাপন করতে পারবে। 

বুধবার সকালে রামপাল উপজেলার বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দুই ধনাঢ্য ব্যক্তি শেখ সাইফুজ্জামান এবং শেখ শফিকুজ্জামান সোহাগের আর্থিক সহায়তায় দরিদ্রদের মাঝে ১৫০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র দলমতের ঊর্ধ্বে থেকে দরিদ্রদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

অনুষ্ঠানে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী এনামুল বাশার বাচ্চুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর