ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রান্নায় অসাবধানতায় চুলার আগুন ওড়নায়, গৃহবধূর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
রান্নায় অসাবধানতায় চুলার আগুন ওড়নায়, অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। 

গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, যশোর সদরের নীলগঞ্জের সন্তোষ কুমার সাহার মেয়ে কাকলী রানী সাহা (৩৩) বোয়ালমারী পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের বাজার মহল্লার বাসিন্দা অলোক কুমার সাহার স্ত্রী। অলোক সাহা বোয়ালমারী নিউমার্কেটের লাবনী স্টোর নামের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। কাকলী সাহা গত ১৫ এপ্রিল স্বামীর বাড়িতে গ্যাসের চুলায় দুপুরে রান্না করার সময় অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হন। চুলার আগুন প্রথমে তার ওড়না থেকে পরনের ম্যাক্সিতে লেগে সারা শরীরে ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অলোক সাহা জানান, তাদের বড় ছেলে অথৈ সাহা অভি এ বছর কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তির জন্য মেধা তালিকায় স্থান অর্জন করেছেন। এ নিয়ে পরিবারে এমনিতেই আনন্দের জোয়ার বইছিল। আনন্দের মধ্যে স্ত্রীর এমন করুণ মৃত্যুর খবরে সব আনন্দ বিষাদে রূপ নিয়েছে। তাই এমন মৃত্যু মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। আমাদের ছোট ছেলে অভ্র সাহা বর্তমানে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে। 

অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ কাকলী সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজুল হক। বুধবার রাতে স্থানীয় নলিনী রঞ্জন পৌর মহাশশ্মানে গৃহবধূ কাকলীর দাহ সম্পন্ন হয়। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর