ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাটুরিয়া ঘাটে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারি দেওয়ার জন্য ছুটে আসছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঘরমুখী মানুষ। যাত্রীবাহী পরিবহনের চাপ কম থাকলেও লোকাল গাড়ির চাপ রয়েছে ঘাট এলাকায়।

আজ শুক্রবার কাল পৌনে ৯টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে লোকাল গাড়ির যাত্রীদের চাপের দৃশ্য দেখা যায়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পার করা হচ্ছে। তবে যাত্রীর চাপের তুলনায় লঞ্চের সংখ্যা কম হওয়াতে অধিকাংশ যাত্রী ফেরিযোগে পদ্মা নদী পারি দিচ্ছেন।  

পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপার ভাইজার পান্না লাল নন্দী জানান, পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় ভোর থেকেই যাত্রীদের চাপ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। বাকি ১৩টি লঞ্চ আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচল করছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় অনেক যাত্রী ফেরিযোগে পার হচ্ছেন নৌপথ।  

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর