ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় ঈদুল ফিতরের জামাতের সময়সূচি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ফাইল ছবি

বগুড়ায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈদগাহের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের। 

এ মাঠে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল বা খারাপ থাকলে একই সময়ে অর্থাৎ সকাল ৯টায় বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, ডিসি অফিস সংলগ্ন বগুড়া কালেক্টরেট জামে মসজিদ এবং ঈদগাহ মাঠ সংলগ্ন মার্কাস মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহরের শতাধিক ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। 

এদিকে কেন্দ্রীয় ঈদগাহে ২ বছর পরে নামাজের জন্য সংস্কার কাজ করেছে বগুড়া পৌরসভা। সেই সাথে মাঠের প্রতিটি প্রবেশ পথে তোরন নির্মাণ করে পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশার পক্ষ থেকে মুসল্লিদের স্বাগত জানানো হয়েছে। নামাজের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর