ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মে দিবসে কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। রবিবার সকালে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা কমিটির সম্পাদক আবুল হাসেম মাস্টার, কৃষক নেতা নূরুল হক ভূইয়া, ছড়াকার শাহজাহান কবীর, জেলা ইটখলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জজ মিয়া, পরিবহন শ্রমিক নেতা আলমগীর ভূইয়া, যুবনেতা আলী আকবর রাজ্জাকী কামরুল, ছাত্রনেতা রাজীব বণিক প্রমুখ। সভায় সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান।

বক্তারা মহান মে দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন। তারা মহান মুক্তিযুদ্ধসহ এদেশের সকল লড়াই সংগ্রামে শ্রমিক শ্রেণীর অবদান, বর্তমানে দেশে-বিদেশে শ্রমিকদের দুরবস্থা দূরীকরণে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর