ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেড ডুবি
ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে অপর একটি বাল্কহেডের ধাক্কায় নদীর পাড়ের ৩টি দোকান দুমড়েমুচড়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালবৈশাখী ঝড়ে হঠাৎ মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় ঝড়ের কবলে পড়ে তুলাতুলি ঘাটের কাছে থাকা এমভি তামিম শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডটিতে থাকা ৬ জনকে স্থানীরা উদ্ধার করে।

এছাড়া ঘাটের কাছে থাকা এমভি হৃদয় নামে অপর একটি খালি বাল্কহেড প্রচণ্ড বাতাস এবং নদীর উত্তাল ঢেউয়ে তোড়ে নদীর তীরবর্তী ৩টি দোকানে ধাক্কা দেয়। এতে তুলাতুলি মাছ ঘাটের একটি  চায়ের দোকান ও দুটি মাছের আড়ত দুমড়েমুচড়ে যায়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর