ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত
নেত্রকোনা প্রতিনিধি

‘পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ প্রতিপাদ্যে নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পৌরশহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জয়নগর কার্যালয় থেকে বেরিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখান এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. শহীদুল্লাহ। বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রেজভী আহমেদ।

জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে দুগ্ধ খামারিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর