ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গফরগাঁও সরকারী কলেজের ঘটনায় চরভদ্রাসনে মানববন্ধন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর হামলা, লাঞ্ছনা কটুক্তির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্দন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির চরভদ্রাসন সরকারী কলেজ ইউনিট। 

রবিবার বেলা ১১টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ চত্তরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের চরভদ্রাসন ইউনিটের সভাপতি ভারপ্রাপপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক রঞ্জন কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আব্দুস সালাম, মিজানুর রহমান, কাজী আব্দুল্লাহ আল মামুন, নিবাস মন্ডল, যুধিষ্ঠির বিশ্বাস। 

এছাড়া এ কর্মসূচির সাথে কলেজের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহন করেন।

কর্মস্থলে নিরাপত্তা চাই এ স্লোগানকে প্রতিপাদ্য করে গফরগাঁও কলেজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে একঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকগন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর