ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খাগড়াছড়ির গুইমারায় উপজেলা পরিষদ নির্বাচন কাল
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থী রয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যাবতীয় সরঞ্জামাদি পৌঁছে গেছে।

চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছে।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা (নৌকা প্রতীক), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আইয়ুব আলী (মোটরসাইকেল প্রতীক), বর্তমান উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা (আনারস প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী রুইসাঅং মারমা (দোয়াত কলম প্রতীক)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন, কংজেরী মারমা (মাইক প্রতীক), ফখরুল ইসলাম লিটন (তালা প্রতীক), মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল প্রতীক), ইফতেখার উদ্দীন (টিয়া পাখি প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিুপুরা (ফুটবল প্রতীক) ও ফাতেমা বেগম (কলম প্রতীক)।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে এবার ৩৩ হাজার ১শত ৫৭ জন ভোটার রয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর