ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কটিয়াদী সরকারি কলেজ, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সন্ধানীর অন্যতম প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রভাষক মঈন আহমেদ শাকিল ও সংগঠনের সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ।

এ সময় হিন্দু যুব মহাজোটের জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার আচার্য্য শশী, সংগঠনের সমন্বয় পর্ষদ সদস্য হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, হাসান তারেক বাপ্পী, নাট্যকর্মী সাব্বির আহমেদ, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, সীমান্ত পোদ্দার, সংগঠনের সদস্য জোবায়ের সিদ্দিক অটল, আকিব আহমেদ শুভ, হাসানুর রাহমান সাকিন, শাহরিয়ার আপন, আমির হামজা নিবির, আইমান বিন হামিদ অমি, আহসানুর রশীদ আবির, মো. সাজিদ, আরিফুর রহমান হিমেল, এ এইচ উল্লাস, আজিম এ হাকিম, সাকিবুল হাসান রানা, মারুফ মারুয়া ও তাশরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, স্বেচ্ছায় রক্তদানে তরুণদের সম্পৃক্ত করতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রক্তদানের মতো মহৎ কাজে তরুণদের যুক্ত করার মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণ করা সম্ভব। তাই রক্তদান করার মতো সক্ষমদের মুমূর্ষু রোগীদের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর