ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কালিয়াকৈরে ইভিএম নষ্ট, ভোগান্তিতে ভোটাররা
কালিয়াকৈর প্রতিনিধি
কালিয়াকৈরে ইভিএম নষ্ট, ভোগান্তিতে ভোটাররা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েন ভোটাররা।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল আটটা থেকে চারটি ইভিএম বিকল হওয়ায় ভোটগ্রহণ বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন ওই কেন্দ্রের ভোটাররা।

ভোট দিতে আসা আফসার উদ্দিন জানান, সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কোনও ভোটগ্রহণ হচ্ছে না। ইভিএম নষ্ট।

তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আতোয়ার রহমান জানান, ইভিএম নষ্ট থাকায় ধীরগতিতে ভোটগ্রহণ চলছিল। তবে এখন মেশিন ভাল হয়ে গেছে, ভোটগ্রহণও চলছে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর