ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কালিয়াকৈরে দুই মাছ ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষ বাতান এলাকায় দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। তারা হলেন- ঢাকা জেলার মিরপুর পল্লবী থানার মোসলেম সরকারের ছেলে অলিউল্লাহ(৩২) ও অপরজন হলেন একই থানার তাজুল  ইসলামের ছেলে  মোহাম্মদ আবু (৩৫)। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মাকিষ বাতান হাইটেক সিটি রেল স্টেশনে এ ঘটনা ঘটে। 

আহতদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকার মিরপুর থেকে মাছ ব্যবসায়ী অলিউল্লাহ, আবু, রানা, মোরশেদ চারজন পিকআপ ভাড়া করে মাছ ক্রয়ের জন্য কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। উপজেলার মাকিষ বাতান হাইটেক সিটি রেল স্টেশন পার হতেই পিছন দিক থেকে মোটরসাইকেল  যোগে তিন ছিনতাইকারী তাদের গাড়ির সামনে গিয়ে চালককে অস্ত্র ধরে। চালক ভয়ে গাড়ি থামিয়ে দেন। মাছ ব্যবসায়ী আবু ও অলিউল্লাহ চালকের বাম পাশে বসা ছিল। এসময় এক ছিনতাইকারী মাছ ব্যবসায়ী অলিউল্লাহকে  কোপ দিয়ে ডান হাতের আঙ্গুল কেটে দেয়। ভয়ে আবু দৌড়ে পালাতে গেলে তার ডান পায়ে কোপ দেয় ছিনতাইকারীরা। পরে অলিউল্লাহর সাথে থাকা ৫২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান জানান, বিষয়টি অনুসন্ধান করে দেখছি। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর