ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সারিয়াকান্দিতে কৃষকের পাটগাছ কেটে ফেলল প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
সারিয়াকান্দিতে কৃষকের পাটগাছ কেটে ফেলল প্রতিপক্ষ

বগুড়ার সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের পাটগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউপির বরইকান্দি গ্রামের কৃষক সুলতান সরকারের সাথে একই গ্রামের রাজা প্রধানের ছেলে ইউনুছ প্রধানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল। বুধবার রাতে সুলতান সরকারের ৪৬ শতাংশ জমিতে পাটগাছ কাঁচি বা কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে সুলতান সরকার বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে সারিয়াকান্দি থানায় বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ দাখিল করেন।

সুলতান সরকার বলেন, আমি বগুড়া জেলা সদরে বেড়াতে গিয়েছিলাম। ঘটনার সংবাদ পেয়ে জমিতে গিয়ে দেখি আমার বেড়ে ওঠা ৬ ফিট সাইজের ৪৬ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ আমার প্রতিপক্ষরা মাঝ বরাবর কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।

সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর