ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টোল আদায় পরীক্ষা সম্পন্ন
পরীক্ষামূলক টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি
মুন্সিগঞ্জ প্রতিনিধি
পরীক্ষামূলক টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন দেশবাসীর প্রিয় পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে 

টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছে সেতু বিভাগের কয়েকটি গাড়ি। গাড়িগুলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের।

প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে পদ্মা বহুমুখী প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়। 

তিনি আরও জানান, বিকালের দিকে প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে। সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ির মাধ্যমে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। প্রথম গাড়িটি ১,২০০ টাকা টোল দিয়ে পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি না, তা পরীক্ষার জন্য পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশবাসীর প্রিয় পদ্মা সেতু শুভ উদ্বোধনের পরদিন সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য টোল দিয়ে পদ্মা সেতু পার হওয়া শুরু হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর