ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেনাপোলের লোকালয়ে মেছো বাঘ
বেনাপোল প্রতিনিধি

ভারতের ইছামতি নদী পার হয়ে সকালে একটি মেছো বাঘ বেনাপোলের পুটখালির লোকালয়ে ঢুকে পড়ে। চিতা বাঘ ভেবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধাওয়ায় প্রাণ বাঁচাতে প্রাণীটি একটি বড় গাছে আশ্রয় নেয়। 

প্রাণীটি একনজর দেখতে গাছের নিচে ভিড় করে এলাকাবাসী। স্থানীয়রা বন বিভাগে খবর দিলে বিভাগের লোকজন এসে এটিকে মেছো বিড়াল বলে চিহ্নিত করে। দুই ঘণ্টা চেষ্টার পর প্রাণীটিকে উদ্ধার করে একটি বাগানে অবমুক্ত করা হয়।

লোকালয়ে মেছো বাঘের খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে যান।

শার্শা উপজেলা বন্যপ্রাণী বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এটা ‘মেছো বিড়াল’। অনেক বয়স হওয়ায় এটা চিতা বাঘের মত মনে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি বাগানে বাঘটিকে অবমুক্ত করা হয়েছে। এটি কারও ক্ষতি করে না বলেও মন্তব্য করেন তিনি। 

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর