ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে, কুশিয়ারায় অপরিবর্তিত
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে কুশিয়ারার পানি কয়েকটি এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে থাকায় হবিগঞ্জ শহর চরম ঝুঁকির মধ্যে ছিল। রাতভর আতঙ্কে কাটিয়েছেন শহরবাসী।

পাউবো জানায়, মঙ্গলবার সকালে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। কিন্তু খোয়াই নদীর পানি বাল্লা ও হবিগঞ্জে কমতে শুরু করেছে।

জেলা প্রশাসন জানায়, জেলার হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায় ১৫ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার লোক বন্যা কবলিত হয়েছে। গতকাল পর্যন্ত ১০০ মেট্রিক টন চাল এবং ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ২০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এই জেলায়।

সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির সদর ও লাখাই উপজেলা, জেলা প্রশাসক ইশরাত জাহান নবীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা এবং আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এদিকে, হবিগঞ্জ জেলা তথ্য অফিস জনগণকে সতর্ক থাকা এবং কোনো ধরনের গুজবে কান না দিতে সকলকে অনুরোধ করে মাইকযোগে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর