ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

করিমগঞ্জে তামাক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি

তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটি ও একশন কমিটির ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের করিমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষে করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। 

বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নাটাবের প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আহমেদ। 

তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন মিলকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান ফুল মিয়া, হারুন অর রশিদ, কৃষিবিদ ইভানা আক্তার, অজিত সূত্রধর, বুলবুল আহমেদ, জাহাঙ্গীর কবির পলাশ, আব্দুল জলিল, নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটাবের স্থানীয় সহযোগী সংগঠন আপনদেশ এর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান বিপ্লব।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর