ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনার ঐতিহাসিক ঈদগাহ মাঠে হচ্ছে না জামাত
নেত্রকোনা প্রতিনিধি

এবার বন্যার কারণে মাঠগুলো নষ্ট থাকায় ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগাহ মাঠে হচ্ছে না ঈদুল আজহার জামাত। নেত্রকোনা জেলা শহরের কয়েক হাজার মানুষ যেখানে ঈদের জামাত পড়তেন একসাথে। সেখানে নেই কোন প্রস্তুতি। তবে ঈদগাহ মাঠের পাশে মোক্তারপাড়া প্রধান সড়কে চলছে সজ্জিতকরণ কাজ।

নেত্রকোনা পৌরসভার উদ্যোগে লাগানো সড়কের পাশে নানা রঙের সড়ক পতাকা পতপত করে ঊড়ছে। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাখা হয়েছে মোক্তারপাড়া জামে মসজিদ। যেখানে রবিবার সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

এতে নামাজ আদায় করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। এছাড়াও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান সহ অন্যান্য ভি আই পি ব্যক্তিবর্গ নামাজ আদায় করবেন। সোয়া নয়টায় হবে দ্বিতীয় জামাত। অন্যদিকে জয়নগর উপজেলা মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, এন আকন্দ আলীয়া মাদ্রাসা, চন্দ্রনাথ স্কুলমাঠসহ বিভিন্ন মসজিদে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ঈদের জামাত অনুষ্ঠিত হবে ২৫৭৯টি। এর মধ্যে মসজিদ প্রস্তুত রাখা হয়েছে ১১৬৭টি এবং ঈদগাহ মাঠ ১৪১২টি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে জামাতের সংখ্যা বেড়ে যাবে।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন জানান, নেত্রকোনার প্রধান জামাতের ঈদগাহ মাঠটি নষ্ট থাকায় মসজিদে এবার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলাসহ বিভিন্ন মাঠ যেগুলো উচু অবস্থানে এবং ভালো রয়েছে সেগুলোতে জামাত আদায় হবে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর