ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প
দিনাজপুর প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

'দেখাবনা অজুহাত, রক্তদানে বাড়াব মানবতার হাত'-এ স্লোগানে দিনাজপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল স্টুডেন্ট ব্লাড ডোনেট এসোসিয়েশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ মঙ্গলবার সকালে বিরল উপজেলার সিঙ্গল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে নিউ প্লাজমা ডায়গনস্টিক সেন্টার। বিশিষ্ট সমাজসেবক বুলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিউ প্লাজমা ডায়গনস্টিক সেন্টার ব্যাবস্থাপনা পরিচালক নিজামুল ইসলাম।

আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলে এ আয়োজনের মধ্য দিয়ে জনসাধারণের মাঝে রক্তদানের উপকারিতা জানান দেয়া ছিল কর্মসূচির মূল লক্ষ্য। এতে করে স্থানীয়ভাবে জরুরি ভিত্তিতে কারো রক্ত লাগলে মানুষের হয়রানি কমবে বলে জানান আয়োজকরা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর