ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইমরান খানের দলের প্রার্থীকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
পারভেজ এলাহী।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী পারভেজ এলাহীকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৬ জুলাই) সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেন।

এর আগে পাঞ্জাবের অ্যাসেম্বলিতে হওয়া মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা দেওয়া হয়। সে সময় হামজা শাহবাজকে মুখমন্ত্রী ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল, বিচারপতি ইজাজুল আহসান ও বিচারপতি মুনিব আখতারের সমন্বয়ে গঠিত বেঞ্চ পাঞ্জাবের গভর্নর বালিঘ উর রেহমানকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পারভেজ এলাহীকে শপথ পড়ানোর নির্দেশ দিয়েছেন। 

বলা হয়, যদি তিনি শপথ পড়াতে অস্বীকার করেন তবে পারভেজ এলাহীকে শপথ পড়াবেন প্রেসিডেন্ট আরিফ আলভী।

সূত্র- দ্যা নেশন, টাইমস অব ইন্ডিয়া।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর