ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ে কর্মশালা

পটুয়াখালীর গলাচিপায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক একটি ওয়ার্কশপ (কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন ও সোনালী ব্যাংক পটুয়াখালী জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ চন্দ্র কর্মকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার যুগ্ম-ব্যবস্থাপক (কারেন্সী) নিখিল চন্দ্র শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক মু. ইব্রাহিম মোল্লা ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর