ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটে প্রাণীসম্পদ সচিবের সরকারি মহিষ খামার পরিদর্শন
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহম্মদ ইয়ামিন চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের বিভিন্ন উন্নয়ন কাজসহ লালন-পালনকৃত মহিষদের সম্পর্কে খোঁজখবর নেন। 

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহা-পরিচালক ড. মঞ্জুর মোহম্মদ শাহাজাহান, খুলনা বিভাগীয় পরিচালক সুখেন্দু শেখর গাউন, বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, মহিষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ডা. মো. মহসিন তরফদার, সিনিয়র সহকারী পরিচালক ডা. মো. আহসান হাবীব প্রামাণিক, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

সচিব ড. মোহম্মদ ইয়ামিন চৌধুরী মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।  

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর