ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁদা না পেয়ে ভাঙচুর, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রতীকী ছবি

রংপুরে ব্যবসায়ীদের মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক  শাহিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে শাহিন মিয়া নগরীর গনেশপুর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করলে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় মামলা হলে শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়। 

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা  জানান, সাবেক মোটর শ্রমিক নেতা শাহিন মিয়া প্রায়শই গনেশপুর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে আসছিলেন। শুক্রবার রাতে গনেশপুর ক্লাব মোড় এলাকার ব্যবসায়ী নূর হোসেন, কামরুজ্জামান ও সিরাজুলের দোকানে গিয়ে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে দোকানের মালামাল ভাঙচুর করে। 

এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের সঙ্গে এলাকবাসি বিক্ষোভ ও সড়ক অবরোধে অংশ নেন। পরে ব্যবসায়ী নুর হোসেন বাদি হয়ে মামলা করলে রাতেই শাহিনকে গ্রেফতার করা হয়।

মেট্রোপলিটন কোথয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, মামলা দায়ের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর