ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সরাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশের খাদ থেকে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বৈশামুড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সকালে সড়কের পাশে খাদে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটির মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ডান পাশে বগলের নিচে দাগ রয়েছে।

তাকে হত্যার পর ফেলে দেওয়া হয়েছে নাকি অন্যকিছু, তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর