ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নন্দীগ্রামে টিসিবির পণ্য বিক্রি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে ১১০ টাকা কেজি দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজিতে ডাল এবং চিনি ৫৫ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য গ্রীন প্লানেট এর তত্বাবধানে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে পণ্য বিক্রি কার্যক্রম করা হয়। এ ইউনিয়নের ১ হাজার ৩৯৫ জন তালিকাভূক্ত পরিবারের মাঝে বিশেষ কার্ডে টিসিবি প্যাকেজ ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি চিনি বিক্রি করা হয়েছে। তবে কার্ডধারীদের অনুপস্থিতিতে কয়েকটি পরিবার ভোটার আইডি কার্ড প্রদান করে পণ্য ক্রয়ের সুযোগ পেয়েছেন। 

টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন থালতা-মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। ইউপি সচিব আলমগীর কবির, টিসিবি ডিলার মতিউর রহমান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আক্কাস আলী, আনোয়ার হোসেন, বিলকিস জাহান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ 



এই পাতার আরো খবর