ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে গাছের চারা বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) এসব ফলদ, বনজ ও অন্যান্য প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে এসব গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

গাছের চারা প্রাপ্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এ উপহার তাদের আনন্দিত করেছে। এ ধরনের উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের গৃহসমূহের সার্বিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাসিন্দাদের জন্য পুষ্টিকর ফলের উৎস হিসেবে কাজ করবে বলে উপকারভোগীগণ মত প্রকাশ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য গাছের চারা প্রদানের মতো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করায় বন বিভাগসহ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর