ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চিরিরবন্দরে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
দিনাজপুর প্রতিনিধি
চিরিরবন্দরে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।

মঙ্গলবার চিরিরবন্দরের তিনটি প্রতিষ্ঠানে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি জানান, মঙ্গলবার ভোক্তা আইনে চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি প্রতিষ্ঠানের চালের বস্তার ওজনে তারতম্য থাকায় ৩০ হাজার টাকা, আরেকটি হোটেলকে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা ও অপর প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর