ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুলপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ময়মনসিংহের ফুলপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। 

এসব ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায়, প্রয়োজনীয় চিকিৎসক বা জনবল না থাকায়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যারা সেখানে কাজ করছেন তাদের কারো কারো প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকাসহ নানা অপরাধের দায়ে বিভিন্ন পরিমাণে তাদেরকে জরিমানা করা হয়েছে। 

জানা যায়- সততা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেওয়াসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর