ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
হরতাল থাকায় চলাচল করেনি দূরপাল্লার কোনো যানবাহন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফার দাবিতে রাঙামাটিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল ৯ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।

তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল ৯টায় রাঙামাটি জেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী কার্যালয়ে একটি বিশেষ সভা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ কমিশন এক বিজ্ঞপ্তিতে তাদের বৈঠক বাতিল করার কথা জানায়। তাই আমরাও আমাদের ডাকা ৩২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করে নিয়েছি।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা হরতাল প্রত্যাহার করেছি। কিন্তু ৭ দফা দাবি প্রত্যাহার করিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আন্দোলন চালিয়ে যাবে।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির ও সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর